একটা বাড়ি বানাতে যেমন জায়গা কিনতে হয়, ইট-বালু কিনতে হয়, ইঞ্জিনিয়ার আর লেবার খরচ দিতে হয়। সেরকম একটা ওয়েবসাইটের জন্যও নিয়মিত কাজ করতে হয় এবং বিভিন্ন খাতে অর্থ ব্যয় করতে হয়। তাই ওয়েবসাইটের নিয়মিত আপডেটের জন্য আপনার সাধ্য মত যে কোনো অ্যামাউন্ট ডেনেট করতে পারেন।
নিয়মিত আমাদের যে সকল কাজের জন্য অর্থ ব্যয় হয়
- ওয়েব ডেভেলপেরদের নিয়মিত কাজের পেমেন্ট
- কন্টেন্ট রাইটারদের পেমেন্ট
- ডোমেইন ও হোস্টিংয়ের পেমেন্ট
- অভিজ্ঞ আলেমদের সমন্বয়ে গঠিত রিসার্চ টিমের জন্য সম্মানী
- এছাড়া অন্যান্য খরচ।
ওয়েবসাইটের জন্য কেন আমরা ডোনেশন নিই?
বাংলাদেশে ওয়েবসাইট থেকে অর্থ উপার্জনের প্রধান উপায় হচ্ছে গুগলের বিজ্ঞাপন দেখানো। ইউজাররা ওয়েবসাইট ভিজিট করলে বা ইউজ করলে কোনো ইনকাম হয় না। গুগলের Ad দেখালে সেখান থেকে টাকা পাওয়া যায়। কিন্তু অনেক বিজ্ঞাপনেই হারাম পণ্য বা হারাম কনটেন্ট দেখানো হয়ে থাকে। তাই আমরা উপার্জনের এই পথটি বন্ধ করে দিয়েছি। তাই ওয়েবসাইটের সার্বিক খরচ নির্বাহের জন্য আমরা ডোনেশন নিয়ে থাকি।
আপনিও যদি কোরআন ফর মি (আমার জন্য কোরআন) ওয়েবসাইটের মাধ্যমে নিজে ও অপরকে উপকৃত করার এই উদ্যোগে যদি শামিল হতে চান। তাহলে আপনার সাধ্য মত এখানে ডোনেট করতে পারেন। প্রতি মাসে অন্তত ১০০ টাকা অনুদানও ইনশাআল্লাহ প্রজেক্টটিকে অনেক দূর এগিয়ে নিবে।
বিকল্পভাবে, আপনি যদি বাংলাদেশে থাকেন তবে আপনি এটি আমাদের মোবাইল ওয়ালেটেও পাঠাতে পারেন।